আজ বুধবার | ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ভারতীয় মেডিসিন অ্যাডানক ২৫ গ্রাম উদ্ধার করা হয়। আজ সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

আটককৃত ডাব্বর লাং (২৬) ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিং এর ছেলে।

বিজিবি জানায়, রোববার রাত ১১ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত পিলার ১২৭২/৬-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন সংগ্রাম পুঞ্জি নামক স্থানে ভারতীয় নাগরিক ডাব্বর লাং কে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি টহলদল আটক করে। আটককৃত ডাব্বর লাং এর কাছ থেকে ভারতীয় মেডিসিন অ্যাডানক ২৫ গ্রাম উদ্ধার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত ভারতীয় নাগরিককে উদ্ধারকৃত মেডিসিনসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, সে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে। তার কাছে পাসপোর্ট বা অন্যান্য কোনো কাগজপত্র ছিল না। বিজিবি তাকে আটক করে সোমবার ভোরে থানায় হস্তান্তর করে। পরে গোয়াইনঘাট থানায় তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook
WhatsApp
Print

আরো পড়ুন