সিলেটে ১ হাজার ৭৬৪ কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাটের দক্ষিণ দেওয়ানেরগাঁওয়ের আব্দুল জলিলের ছেলে মো. রাজু (১৮), মো. লাল মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন (১৯) ও সাতপরিকান্দি গ্রামের আশহাব উদ্দিনের ছেলে মো. জিল্লুর রহমান (২৫)।
পুলিশ জানায়, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় চিনি সিলেট শহরে নিয়ে আসার পথে বুধবার রাতে শাহপরাণ (র.) থানাধীন খাদিম চৌমহনী থেকে খাদিম চা- বাগানের রাস্তায় প্রবেশ পথে একটি ডিআই পিকআপ থামানো হয়। পরে এটি তল্লাশী করে ৩৬ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে চিনি রয়েছে যা মোট ১ হাজার ৭৬৪ কেজি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১১ হাজার ৬৮০ টাকা। এসময় ওই ডিআই পিকআপটি আটক করে জব্দ করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।