আজ বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ নারী-পুরুষ আটক

সিলেটে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ নারী-পুরুষ আটক

সিলেটে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।

আটককৃতরা হলেন- মৌলভীবাজারের রাজনগর উপজেলার বুঝবনের আব্দুর রশিদের ছেলে মো. বুলবুল আহমেদ (৫০) ও মৃত রুবেল আহমেদের মেয়ে শোভা আক্তার (২২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে।

সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
WhatsApp
Print

আরো পড়ুন