আজ বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে ১৫ দিনের সাজা ২ লাখ টাকা জরিমানা

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে ১৫ দিনের সাজা ২ লাখ টাকা জরিমানা

সিলেটের কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ৩ জনকে ১৫ দিন করে সাজা, ২ লাখ টাকা জরিমানা ও ২টি ট্রাক্টর আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে ভোলাগঞ্জ দশ নম্বর সংলগ্ন থেকে এই ৩ ব্যক্তিকে আটক করে এ সাজা দেওয়া হয়। ৫টি মামলায় ২ লাখ টাকা জরিমানা এবং শাহ আরফিন থেকে ২টি ট্রাক্টর জব্দ করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার টুকেরবাজারের আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল, তেলিখাল গ্রামের শরিফ উদ্দিনের ছেলে শামিম আহমেদ, কাঠালবাড়ি গ্রামের অলিউর রহমানের ছেলে মোহাম্মদ আলী।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন থানাপুলিশ ও বিজিবির সদস্য।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে ১৫দিনের সাজা, ৫টি মামলায় ২লক্ষ টাকা জরিমানা এবং ২টি ট্রাক্টর জব্দ করা হয়।

Facebook
WhatsApp
Print

আরো পড়ুন