সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ সমাজকল্যাণ প্রবাসী পরিষদের (২০২৪-২৫ সেশন) ৪র্থ কেন্দ্রীয় ও পূর্নাঙ্গ কমিটি ঘোষণা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারস্থ মেজবান রেষ্টুরেন্টে প্রবাসে বসবাসরত সংগঠনের সকলের সর্বসম্মতিক্রমে পর্তুগাল প্রবাসী লালন মিয়াকে সভাপতি ও সৌদি আরব প্রবাসী ইমাম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং সৌদি আরব প্রবাসী রেজাউল হক মিলনকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি ৪৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদদের সাথে মতবিনিময় সভারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি লালন মিয়ার সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য আখতারুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খাঁয়ের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান আলকাছ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পাঠাগার সম্পাদক ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন বাবুল, সহ-সভাপতি মানিক মিয়া, রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, নুরুল আমিন, মিলন মিয়া, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, বাস্তবায়ন কমিটির এমরান আলী, মাহফুজ আহমদ হালকার প্রমুখ।