সিলেট সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৫ নভেম্বর) সিলেট সরকারি কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত ‘SGC Cricket League”24’ ফাইনাল ম্যাচে কলেজ শাখার সাধারণ সম্পাদক আবু তাহের মিসবাহের সঞ্চালনায় ও সভাপতি মো. রেদওয়ান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরের সমাজসেবা ও স্কুল কার্যক্রম সম্পাদক জাহিনুর ইসলাম, এমসি কলেজ সভাপতি এনামুল ইসলাম ও শাহপরান পূর্ব সভাপতি আশরাফ আহমেদ চৌধুরী।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি