আজ বুধবার | ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় লিগে আকবর নিষিদ্ধ

জাতীয় লিগে আকবর নিষিদ্ধ

আপত্তিকর আচরণের শাস্তিস্বরূপ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পরে দুই ম্যাচ খেলতে পারবেন না ২০২০ যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। শৃঙ্খলাজনিত সমস্যায় লেভেল-২ ভঙ্গ করায় এনসিএলে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।

সূত্র জানিয়েছে, সবশেষ রাউন্ডে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় এই শাস্তি পেয়েছেন তিনি। ফিল্ডিং করার সময়ে আম্পায়ারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় তাঁর। পরে ব্যাটিংয়ের সময়ে তাঁকে আউট দিলে ক্ষিপ্ত হয়ে ব্যাট ছুড়ে মারার পাশাপাশি চেয়ারও ভেঙেছেন আকবর! ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অভিজ্ঞ আখতার আহমেদ। তারাই ম্যাচ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছেন।

ম্যাচ রেফারি আখতার আহমেদ আকবরের শাস্তির বিষয়টি সবিস্তারে তুলে ধরেছেন, ‘আকবর আলী জাতীয় লিগের ম্যাচে ১৮ নভেম্বর বারবার প্রতিপক্ষের ব্যাটার আউট করতে আম্পায়ারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। এ জন্য তাঁকে শৃঙ্খলাজনিত কারণে ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হয়েছে। এটি লেভেল-১ অপরাধ। সেই সঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর ম্যাচে শেষ দিনে আউট নিয়ে ফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ায় আকবর। শৃঙ্খলাজনিত সমস্যা সৃষ্ট অপরাধ লেভেল-২ ভঙ্গ করায় ম্যাচ ফির ৭৫ শতাংশ কাটার পাশাপাশি ৪টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ড্রেসিংরুমে ফেরার সময় তাঁর ব্যাটের আঘাতে চেয়ার ভেঙেছে। এ জন্য ১ ম্যাচ নিষিদ্ধ। পরপর দুই দিন ১‍+৪=৫ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ থাকবে আকবর।’

নিষিদ্ধ হওয়ায় রংপুর তাদের নিয়মিত অধিনায়ক আকবরকে পাচ্ছে না পরের দুই ম্যাচে। তাতে আগামীকাল শুরু হতে যাওয়া ষষ্ঠ রাউন্ডে ঢাকা মহানগরের বিপক্ষে খেলা হচ্ছে না তাঁর। একই সঙ্গে খুলনার বিপক্ষেও খেলা হবে না যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়কের। সে হিসেবে এবার আকবরের জাতীয় লিগই শেষ!

Facebook
WhatsApp
Print

আরো পড়ুন