ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা—এমনটাই জানালেন টুর্নামেন্টটির প্রতিষ্ঠাতা ও প্রথম চেয়ারম্যান ললিত মোদী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিত মোদী জানান, শাহরুখ খান প্রথমে মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদের জন্য বিড করেছিলেন। শেষ পর্যন্ত তিনি কলকাতার মালিকানা পান। ‘প্রত্যেকেই সব দলের জন্য বিড করতে পারে। প্রথম আইপিএলের সময় নিয়মটা এমনই ছিল। সে সময় শাহরুখ একাধিক দলের জন্য বিড করেছিলেন। তাঁর প্রথম পছন্দ ছিল মুম্বাই। কিন্তু মুকেশ আম্বানি এই দলটি পান। এরপর দিল্লি ও আহমেদাবাদের জন্য বিড করলেও পাননি তিনি। কলকাতা ছিল শাহরুখের শেষ পছন্দ।’
২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার আগে, শাহরুখ খান তাঁর বন্ধু অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে প্রায় ৫৭০ কোটি রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলটি কিনেছিলেন। এখন পর্যন্ত তিনটি আইপিএল শিরোপা জিতেছে দলটি। আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর। আজ রোববার সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আইপিএলের নিলাম অনুষ্ঠান।