আজ বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট মডেল নার্সিং ইন্সটিটিউটের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

সিলেট মডেল নার্সিং ইন্সটিটিউটের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের উদ্যোগে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০২০-২২ সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে। শনিবার গোটাটিকরস্থ দি কস্তুরী রেস্টুরেন্ট  ও পার্টি  সেন্টারে বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. আয়েশা বেগমের সভাপতিত্বে, নার্সিং ইনস্ট্রাক্টর ফারাজানা আক্তার রিমির পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠক মোঃ শাহজহান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট আইনজীবী ও শ্রমিক নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো: দিলশাদ মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম, এ কে এম বদরুল আমীন, ইনস্টিটিউটের পরিচালক মোঃ আজিজুল ইসলাম,  পরিচালক (অর্থ) মোঃ মোস্তাফিজুর রহমান, পরিচালক (ক্রয়) এহতেশামুল হক মোঃ জাকারিয়া, পরিচালক প্রভাষক হাবিবা সিদ্দিক, পরিচালক প্রভাষক মুহিবুর রহমান শামীম ও পরিচালক ফখরুল ইসলাম মচনু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল আমিন, ইন্সট্রাক্টর নিশাত সারা, সুজন বিশ্বাস, আফরিন সুলতানা, সায়েরা খাতুন, ঝর্ণা আক্তার, সুস্মিতা পুরকায়স্থ, তানিয়া আক্তার, হোস্টেল ইনচার্জ আমিনুর রশীদ, আব্দুর রহমান, রাসেল আহমদ প্রমূখ। নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন-ফখরুল আমীন ও দুলাল উদ্দিন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, নার্সিং হচ্ছে সেবামূলক পেশা। এর মাধ্যমে আর্তমানবতার কল্যাণে কাজ করা সম্ভব। তাই এই মহান পেশায় নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হলে নতুন শিক্ষার্থীদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। সিলেট মডেল নার্সিং কলেজ শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

Facebook
WhatsApp
Print

আরো পড়ুন