সিলেটের লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের চা-শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ২০০ চা-শ্রমিকের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম, সিলেট বারের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ মহসিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ফয়সাল হোসেন, জাতীয় নাগরিক কমিটি সিলেট জেলা ও মহানগরেরর সংগঠকবৃন্দ এবং শাবিপ্রবি ও সিকৃবির সমন্বয়কবৃন্দ।
এসময় জাতীয় নাগরিক কমিটির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক অধিকার দিতে শুধু ব্যর্থই হয় নি, বরঞ্চ নাগরিকদের সাথে চেতনার নামে তামাশায় মত্ত ছিল। জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লব নাগরিকের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্নের বাস্তবায়নে চা শ্রমিকদের সাথে ভালবাসার বিনিময়। যা আমাদের জাতি ধর্ম, বর্ণ, সকল শ্রেণি-পেশার নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার কথাই মনে করিয়ে দেয়।