স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি আব্দুল আলীমকে সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় সিলেট নগরের নয়াসড়কের গোয়িং গেøাবাল অফিসে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ১২ সদস্য ভোট দেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাচন কমিশনার শাব্বির আহমদ ও অ্যাডভোকেট বদরুল আলম এই ফলাফল ঘোষণা করেন। পরে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন তারা।
সভাপতি পদে আব্দুল আলীম ৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবিদুর রহমান পেয়েছেন ৩ ভোট।
আর সাধারণ সম্পাদক পদে আব্দুল জলিল ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হাফিজুল হক পেয়েছেন ৩ ভোট।
পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে সিলেটের ডাকের আবিদুর রহমান, সহ-সভাপতি প্রতিদিনের সংবাদের আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট সানের হাফিজুল হক, শ্যামল সিলেটের আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ একাত্তরের কথার আলী হোসেন, অফিস সম্পাদক আধুনিক কাগজের ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কালবেলার আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক জৈন্তা বার্তার ফারুক আহমদ, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মানবজমিনের শাব্বির আহমদ ও আজকের পত্রিকার লবীব আহমদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিদর্শনে যান দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নূর আহমদ, দৈনিক জালালাবাদের স্টাফ রির্পোটার এমজেএইচ জামিল, মুনশী ইকবাল আরটিসি গেøাবাল স্টাডি অ্যান্ড কনসালটেন্সির চেয়ারম্যান মো. আসাদুল হক আসাদ, প্রবাসী কমিউনিটি নেতা লালন মিয়া, অ্যাডভোকেট জিয়াউর রহমান, কামরুজ্জামান মেম্বার, ভোরের ডাকের প্রতিনিধি আব্দুল হান্নান, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক শাহীন আলম, বিজয়ের কণ্ঠের নাঈম মিয়া প্রমুখ।
উপজেলা প্রশাসন সহ বিভিন্ন মহলের অভিনন্দন:
নব-নির্বাচিত কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা যুবদল, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ), ছাত্রদল, ছাত্রশিবির সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।