আজ বুধবার | ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতীয় গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটে মানববন্ধন

ভারতীয় গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটে মানববন্ধন

বাংলাদেশের নাগরিক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সামাজিক সংগঠন মানব সেবা সংঘের উদ্যোগে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব সেবা সংঘের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক সহ-যোগাযোগ বিষয়ক উজ্জল রঞ্জন চন্দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ-সভাপতি ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সিলেট বিভাগের ট্রাস্টি সুদীপ সেন বাপ্পু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোঁষ, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন মহানগর শাখার সভাপতি সুমন চক্রবর্তী, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বস জয়, মানব সেবা সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্ঝর রায়, বাপ্পি বড়ুয়া, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান যুব ফ্রন্টের মহানগর শাখার সাধারণ সম্পাদক মুন্না ঘোষ, হিরন্ময দেব, অঞ্জন দাস, রনি সিংহ, রাজিব পাল, জয় চক্রবর্তী, জনি ঘোষ, জনি রায় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালগু, সংখ্যাগুরু কোনো হিসেব নেই। এই দেশে হিন্দু বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য আমরা ৭১ ও জুলাই আগষ্টের মত আবারও জীবন দিতে প্রস্তুত রয়েছি৷ বাংলাদেশে বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এ অবস্থায় বাংলাদেশ থেকে ১৬ বছরের অপশাসনের থেকে বিতাড়িত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ানো ও ষড়যন্ত্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে দেশদ্রোহী আওয়ামীলীগ।

Facebook
WhatsApp
Print

আরো পড়ুন