চট্টগ্রামে আদালত চত্বরে সংঘর্ষের সময় সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা সিলেটে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বাদ আছর সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের উদ্যোগে এই জানাজা অনুষ্ঠিত হয়। পরে সিলেট নগরে এক র্যালী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত। এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফ নিহত হন। বুধবার চট্টগ্রামে তার নামাজে জানাজা শেষে দাফন করা হয়। সারাদেশের ন্যায় সিলেটেও তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহিদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিলেটের জিন্দাবাজার পয়েন্ট ঘুরে আবারো শহিদ মিনারে এসে সমাবেশে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক আবু সাঈদ, দিলোয়ার হোসেন, আখতার হোসেন, মো. নাসিম আহমদ প্রমুখ। এছাড়াও এসময় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।