আজ শনিবার | ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদ গ্রেপ্তার

দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদ গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় আহত ছাত্র ইউসুফ আমীন জনির দায়ের করা মামলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।

ইকবাল হোসেন ইমাদ দক্ষিণ রণিখাই ইউনিয়নের হাজী আব্দুস সালামের ছেলে ও দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য।

জানা যায়, সোমবার ইকবাল হোসেন ইমাদ কোম্পানীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে তাকে পরিষদ মাঠ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি জানান, গত ৪ আগস্ট ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় করা মামলার অন্যতম আসামি ইকবাল হোসেন ইমাদ চেয়ারম্যান। আজ দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা গিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে।

Facebook
WhatsApp
Print

আরো পড়ুন