আজ বুধবার | ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

সিকৃবিতে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির শীতবস্ত্র বিতরন

সিকৃবিতে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির শীতবস্ত্র বিতরন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ভবন-২ এর দ্বিতীয় তলার কক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তারা।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইম্যুনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুলতান আহমেদ। তিনি বলেন, ৪৭ এর পর দেশ অনেকবার স্বাধীনতার স্বাদ পেয়েছিল। সর্বশেষ চব্বিশে দুইহাজারের অধিক ছাত্রজনতার রক্তের বিনিময়ে আবার স্বাধীন হয়েছে। তবে ইতিহাস বলে স্বৈরাচার আবার আসতে পারতে, দুর্নীতি আমাদের গ্রাস করতে পারে। তাই আমাদেরকে পাহারা দিতে হবে। নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের শীতবস্ত্র বিতরণ বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে সামান্য ভালোবাসার নিদর্শন। আপনারা তাদের জন্য দোয়া করবেন‌। দেশের উন্নতির জন্য নিজ জায়গা থেকে কাজ করে যাবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিকৃবির স্বমন্বয়ক আল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো.আব্দুর রশিদ সরকার, অ্যাডভোকেট মাসুদ আহমেদ চৌধুরী মহসিন, অ্যাডভোকেট মো. তোফায়েল আহমেদ, আবুল কালাম ও ছাত্রনেতা আজিজুল হক আজাদ সহ প্রমুখ।

অনুষ্ঠানে সিলেটের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম চৌধুরী মহসিন বলেন, ৫ আগষ্টের আগেও এমন সামাজিক কাজ করার সুযোগ ছিলনা। সামাজিক কাজকে রাজনৈতিক বলে এসব কাজে বাঁধা দেয়া হতো। এমনকি দেশের মানবাধিকার, ভোটাধিকার থেকে শুরু করে সকল অধিকার লঙ্ঘন হয়েছিলো। এখন আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। পাঁচ আগস্টের আগের পরিস্থিতি আবার যেন ফিরে না আসে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

সিকৃবির সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, আগেরকার অনেক রাজনীতিবিদ দেশকে মালোয়েশিয়া বা সিঙ্গাপুরের সাথে তুলনা করতো। কিন্তু সত্যি বলতে আমাদের দেশের মানুষের পটেনশিয়ালিটি তাদের চেয়েও বেশি। তারা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যায় তাহলে দেশ মাথা উঁচু করে দাড়াবে। আজকের এই কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্ররা যতদিন সঠিক পথে থাকবে আমরা ততদিন তাদেরকে সহযোগিতা করে যাবো।

Facebook
WhatsApp
Print

আরো পড়ুন